iPhone 17 Launch Date 2025 - নতুন আইফোন নিয়ে তথ্য জেনে নিন
iPhone 17 কবে লঞ্চ হবে? আজকে এই আর্টিকেলে জেনে নিন ২০২৫ সালে Apple এর নতুন iPhone 17 Launch Date এবং এই ফোনটির দাম কত হতে চলেছে বিস্তারিত জেনে নিন। আজকে আমরা আপনাদেরকে জানাবো আমাদের দেশে কত তারিখে এই নতুন অ্যাপেল ফোনটি আসতে চলেছে। এজন্য শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়তে থাকুন।
বর্তমানে iPhone 17 ফোনটি সকল দেশের মানুষের কাছে স্বপ্নের মত হয়ে দাঁড়িয়েছে। কেননা আইফোন এর জন্য অনেক মানুষ পাগল। এমন কিছু রেকর্ড আছে, যে iphone কিনার জন্য নিজের কিডনি বিক্রি করেও কিনেছে। এজন্য আজকে আমরা আপনাদেরকে আইফোনের নতুন মডেলটি কবে লঞ্চ হতে চলেছে এবং এর দাম কত হতে পারে তা জানাবো।
পোস্ট সূচিপত্রঃ iPhone 17 Launch Date 2025
iPhone 17 Launch Date 2025
iPhone 17 Launch Date 2025 সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই ব্যাকুল। কেননা iphone এমন একটি ফোন যার জন্য সকল দেশের মানুষ পারে না যে নিজের সকল কিছু বিক্রি করে হলেও ফোনটি কিনবে। যেহেতু ২০২৪ সালে সেপ্টেম্বরে আপেল কোম্পানি থেকে জানানো হয়েছে iPhone 17 ফোনের জগতে নতুন চমক আনতে চলেছে। আপনারা জানেন ২০০৭ সাল থেকে অ্যাপেল কোম্পানি তাদের আই ফোনে তেমন কিছু বেশি পরিবর্তন আনেনি।
iPhone 17 release date 2025 ডেট সম্পর্কে আপনারা অনেকেই জানার জন্য প্রশ্ন করে থাকেন। iPhone 17 অ্যাপেল ফোনে এবার তারা ভালো মানের কুলার ফ্যান সহ বিভিন্ন ফিউচার বিশেষ করে এবার তারা ক্যামেরার দিকে বেশি গুরুত্ব দিয়েছে। আশা করা যায় 2025 সালে অ্যাপেল কোম্পানি আমাদেরকে নতুন কিছু উপহার দিতে চলেছে। যেহেতু তারা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই নতুন ফোনটির কথা জানিয়েছে, সেহেতু গোপন কিছু তথ্য জানা গেছে যে 2025 সালে সেপ্টেম্বর মাসে এই ফোনটি লঞ্চ হতে চলেছে।
iPhone 17 এর ডিজাইন ও নতুন ফিচারস
প্রযুক্তির জগতে অ্যাপল সব সময়ই নতুন কিছু নিয়ে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তারা লঞ্চ করতে যাচ্ছে তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন।নতুন এই মডেলে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।। সকল কিছু বিস্তারিত জানতে হলে আপনাকে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
iPhone 17 সম্পর্কে আপনারা অনেকেই একটি প্রশ্ন করে থাকেন, যে এই ফোনটিতে কি আগের মডেলের থেকে নতুন কিছু ফিউচার অ্যাড করেছে? হম এবার তারা iPhone 17 স্মার্টফোনে ক্যামেরার দিকে বেশি নজর দিয়েছে। এই ফোনটির ক্যামেরা ২০২৫ সালে আপনাদের আরো মন পাগল করে দিবে, এত বছর থেকে অ্যাপেল কোম্পানি যা না করতে পেরেছে এবার 2025 সালে তারা তাদের নতুন ফোনটিতে আরো বেশি ভালো মানের ক্যামেরা ব্যবহার করেছে।
iphone 17 price in bangladesh - iphone 17 দাম কত ২০২৫
iPhone মানেই এক ধরনের অন্যরকম আকর্ষণ। বিশেষ করে ক্যামেরার দিক থেকে অ্যাপলের iPhone স্মার্টফোনগুলো অনেক ব্যবহারকারীর প্রথম পছন্দ। প্রতি বছরই নতুন মডেল আসার সঙ্গে সঙ্গে বাড়ে আগ্রহ আর কৌতূহ কী নতুন থাকছে আর দামটাই বা কেমন হবে? কেননা আইফোনের ক্যামেরা অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে। এর ফলে পিকচার প্রায় ডিএসএলআর ক্যামেরার মত এসে থাকে।
প্রতিবছরের মতো ২০২৫ সালেও অ্যাপল নিয়ে আসছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 17। গুজব ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে ফোনটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। তবে আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়া সহ আরো যেসব দেশে আইফোন ব্যবহার করা হয়। সেই দেশগুলোতে দাম কত পড়বে চোদন বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে আইফোনের দাম তালিকা করে দেওয়া হলোঃ
iphone 17 price - iphone 17 দাম কত
ক্রমিক | দেশের নাম | সম্ভাব্য মূল্য (স্টার্টিং) | মুদ্রা |
---|---|---|---|
১ | 🇺🇸 যুক্তরাষ্ট্র (USA) | $799 | মার্কিন ডলার (USD) |
২ | 🇬🇧 যুক্তরাজ্য (UK) | £829 | পাউন্ড (GBP) |
৩ | 🇮🇳 ভারত (India) | ₹89,000 | রুপি (INR) |
৪ | 🇧🇩 বাংলাদেশ (Bangladesh) | ৳১,০৯,৫৬০ | টাকা (BDT) |
৫ | 🇨🇦 কানাডা (Canada) | CA$1,099 | কানাডিয়ান ডলার (CAD) |
৬ | 🇦🇺 অস্ট্রেলিয়া (Australia) | AU$1,349 | অস্ট্রেলিয়ান ডলার (AUD) |
৭ | 🇦🇪 সংযুক্ত আরব আমিরাত (UAE) | AED 3,399 | দিরহাম (AED) |
৮ | 🇸🇬 সিঙ্গাপুর (Singapore) | SGD 1,449 | সিঙ্গাপুর ডলার |
৯ | 🇪🇺 ইউরোপ (EU Countries) | €939 | ইউরো (EUR) |
পরিশেষে আমার মন্তব্যঃ iPhone 17 Launch Date 2025
iপ্রতিবছরের মতো ২০২৫ সালেও অ্যাপল নিয়ে আসছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন – iPhone 17। গুজব ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। কেননা ২০০৭ সাল থেকে তারা ক্যামেরা কোয়ালিটি একই রকমের রেখেছে। তবে এবার গোপন সূত্র থেকে জানা গিয়েছে যে তারা এবার নতুন ভাবে অনেক উন্নতমানের ক্যামেরা ব্যবহার করতে চলেছে।
আজকে আমরা আপনাদেরকে এই পোস্টটিতে জানিয়েছি iphone 17 ফোনটির দাম কত হতে চলেছে এবং কোন দেশে কত দাম সে সম্পর্কে উপরে সুন্দর করে তালিকা করে সাজিয়ে দিয়েছি। এই পোস্টটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশপাশের বন্ধুদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আর iphone 17 সম্পর্কে আর কিছু জানা থাকলে নিজেই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন।
শফ্টব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url