মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম | ঘন ঘন মাথা ব্যথার কারণ কি
প্রিয় পাঠক, মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম ও ঘন ঘন মাথা ব্যথার কারণ কি? এতে
আপনার কোন ধরনের সমস্যা হবে কিনা সে সম্পর্কে জানতে চান। হ্যাঁ, তাহলে আপনি ঠিক
জায়গাতে এসেছেন, কেননা আজকে এই আর্টিকেলটিতে আপনাদেরকে জানাবো মাথা ব্যাথার কারণ
কি এবং কিছুদিন পর পর মাথা ব্যথা কেন করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বর্তমানে প্রায় অধিকাংশ মানুষ মাথা ব্যথা সমস্যা নিয়ে ভোগে থাকে, বিশেষ করে
মেয়েদের ঘন ঘন মাথা ব্যথা হয়ে থাকে। এজন্য আজকে আমরা আপনাদেরকে মাথাব্যথা
কমানোর ১০টি ঔষধের নাম সম্পর্কে জানাবো। এই ওষুধগুলো মাথাব্যথার জন্য খুব দ্রুত
কাজ করে থাকে, তাই ডাক্তারের বেশিরভাগ সময় এই ওষুধগুলো খাওয়ার পরামর্শ দিয়ে
থাকেন।
পোস্ট সূচিপত্রঃ মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম | ঘন ঘন মাথা ব্যথার কারণ কি
- ঘন ঘন মাথা ব্যথার কারণ কি
- মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম
- Tufnil Tablet | টাফনিল ট্যাবলেট
- Tolif Tablet | টলিফ ট্যাবলেট
- Lozrin Tablet | লজরিন ট্যাবলেট
- Namitol Tablet | নামিটল ট্যাবলেট
- Minopha Tablet | মিনোফা ট্যাবলেট
- Mega Tol Tablet | মেগা টল ট্যাবলেট
- Elipran-40 Table | এলিপ্রাণ-৪০ ট্যাবলেট
- Noreum-10 Tablet | নরিয়াম-১০ ট্যাবলেট
- Fexofida Table | ফেক্সোফিডা ট্যাবলেট
- Anelig Tablet | অ্যানিলিগ ট্যাবলেট
- সতর্কতা
- মন্তব্যঃ মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম | ঘন ঘন মাথা ব্যথার কারণ কি
ঘন ঘন মাথা ব্যথার কারণ কি
ঘন ঘন মাথা ব্যথার কারণ কি এটি এটি জানার আগে আপনাদেরকে মাইগ্রেনের সম্পর্কে
বিস্তারিত জানতে হবে। কেননা মাইগ্রেনের সমস্যার জন্য আমাদের মাথা ব্যথা হয়ে
থাকে। মাইগ্রেন প্রতিটি মানুষের ই মাথায় থাকে, কারো ছোট আবার কারো বড় কিছু
কিছু সময়। এজন্য আপনাদের ঘন ঘন মাথা ব্যথা হয়ে থাকে। কিন্তু আপনাদের কোন
চিন্তার কারণ নেই, আজকে আপনাদেরকে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে
জানাবো।
মাইগ্রেনের সমস্যার সমাধান পাওয়ার জন্য, অর্থাৎ মাথা ব্যথা কমানোর ১০টি ওষুধের
নাম সম্পর্কে জানাবো। এই ওষুধগুলো যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে
থাকেন। তাহলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি
পেতে পারেন। তবে কিছু কিছু সময় মানুষের দুশ্চিন্তার কারণের জন্য মাথা ব্যথা হয়ে
থাকে। আর আপনারা জানেন, মানুষের দুশ্চিন্তার জন্য বড় বড় রোগে আক্রান্ত হয়ে
থাকে। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যেকোনো দুশ্চিন্তা টেনশন থেকে দূরে থাকার।
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম সম্পর্কে জানা আপনাদের অত্যন্ত জরুরী। কেননা
বর্তমানে এখন প্রায় 90% মানুষ মাথা ব্যথা সমস্যা নিয়ে ভোগে থাকেন। তাই আমাদের
দেশে কয়েকটি কোম্পানির ঔষধ আছে যেগুলো ডাক্তারের মাথাব্যথা সময় খাওয়ার পরামর্শ
দিয়ে থাকেন। তাই আজকে আমরা আপনাদেরকে সেরা অর্থাৎ মাথা ব্যথা কমানোর
জনপ্রিয় ১০টি ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধের নাম সম্পর্কে জানাবো।
মাথা ব্যথা কমানোর সেরা ১০ টি ওষুধের নাম তালিকা করে দেওয়া হলো
ক্রমিক | বাংলা নাম | ইংরেজি নাম | কোম্পানির নাম |
---|---|---|---|
১ | টাফনিল ট্যাবলেট | Tafnil Tablet | তথ্য অনুপস্থিত (Local generic brand হতে পারে) |
২ | অ্যানিলিগ ট্যাবলেট | Anelig Tablet | Drug International Ltd. |
৩ | ফেক্সোফিডা ট্যাবলেট | Fexofida Tablet | ACI Limited (সম্ভাব্য) |
৪ | নরিয়াম-১০ ট্যাবলেট | Noreum-10 Tablet | Renata Limited (সম্ভাব্য) |
৫ | এলিপ্রাণ-৪০ ট্যাবলেট | Elipran-40 Tablet | Incepta Pharmaceuticals (সম্ভাব্য) |
৬ | মেগা টল ট্যাবলেট | Mega Tol Tablet | Square Pharmaceuticals Ltd. (সম্ভাব্য) |
৭ | মিনোফা ট্যাবলেট | Minopha Tablet | Beacon Pharmaceuticals (সম্ভাব্য) |
৮ | লজরিন ট্যাবলেট | Lozrin Tablet | Opsonin Pharma Ltd. |
৯ | টলিফ ট্যাবলেট | Tolif Tablet | UniMed UniHealth (সম্ভাব্য) |
১০ | নামিটল ট্যাবলেট | Namitol Tablet | ACI Limited বা Beximco Pharma (সম্ভাব্য) |
সতর্কতা
- উপরের দেওয়া ওষুধ গুলো সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে।
- প্রতিটি ওষুধের কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে।
- শিশু, গর্ভাবস্থায় সর্তকতা অবলম্বন করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে।
Tufnil Tablet | টাফনিল ট্যাবলেট
Tufnil Tablet ও টাফনিল ট্যাবলেট কাজ কি? এই Tufnil Tablet ওষুধটি কোন
কাজে ব্যবহার করা হয়। সে সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে সঠিক
জায়গাতেই এসেছেন। কেননা আজকে আমরা এই আর্টিকেলে আপনাদেরকে জানাবো টাফনিল
ট্যাবলেট ঔষধটির কাজ কি এবং এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত
জানাবো। এই জন্য এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে এই
ট্যাবলেটটি সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন। নিচে তালিকা করে
তুলে ধরা হলো।
আরো পড়ুনঃ মরিঙ্গা পাউডার খাওয়ার নিয়ম
Tufnil Tablet ও টাফনিল ট্যাবলেট ঔষধি যেসব সমস্যা হওয়ার কারণে ডাক্তার
খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কেননা ডাক্তার ব্যথার জন্য প্রায় কয়েক ধরনের
ঔষধ সাজেস্ট করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তবে কিছু ওষুধের বিভিন্ন ধরনের
নিয়ম রয়েছে যেগুলোর মধ্যে হচ্ছে একটি Tufnil Tablet ও টাফনিল ট্যাবলেট। এই
ট্যাবলেট টি প্রায় অনেক ধরনের সমস্যা সময়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
নিচে তা তালিকা করে দেওয়া হলোঃ
- মাথাব্যথা
- দাঁতে ব্যথা
- হাড়ে ব্যথা
- মার্শাল ব্যথা
- মাইগ্রেন
- জ্বরের সময় ব্যথা
- মাসিক চলাকালীন ব্যথা
সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া
- মাথা ঘোরাঃ অতিরিক্ত ডোজ খাওয়ার ফলে হতে পারে।
- বমি বমি ভাবঃ কিছু কিছু মানুষের মাঝেমধ্যে হয়ে থাকে।
- ঘুম ঘুম ভাবঃ কিছু ঔষধ থাকতে পারে।
Tolif Tablet | টলিফ ট্যাবলেট
Tolif Tablet ও টলিফ ট্যাবলেট ঔষধি কোন ধরনের সমস্যার কারণে খাওয়া হয়। সে সম্পর্কে
আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এজন্য আজকে আপনাদেরকে
এই Tolif Tablet ও টলিফ ট্যাবলেট ঔষধ সম্পর্কে বিস্তারিত জানাবো। কেননা বর্তমানে প্রায়
অধিকাংশ মানুষ বিভিন্ন ধরনের ব্যথার সমস্যায় ভুগে থাকে। আর ব্যথার জন্য
এই Tolif Tablet ও টলিফ ট্যাবলেট অনেক উপকারী ঔষধ।
Tolif Tablet ও টলিফ ট্যাবলেট ঔষধ সাধারণত ডাক্তারি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, আর এই
ওষুধটি তৈরি করেছে UniMed UniHealth নামক এক কোম্পানি। এই ওষুধটি বিভিন্ন ধরনের শরীরের ব্যথা
কমাতে সাহায্য করে যেমনঃ
- অতিরিক্ত মাথাব্যথা
- মাইগ্রেনের সমস্যা
- দাঁতে অতিরিক্ত ব্যথা
- শরীরের জ্বরের ব্যথা ইত্যাদি
Lozrin Tablet | লজরিন ট্যাবলেট
আপনি কি আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথার সমস্যায় ভুগছেন। তাহলে সঠিক
জায়গাতে এসেছেন, কেননা আজকে আমরা এই আর্টিকেলটিতে জানাবো যে আপনারা কোন
ওষুধটি ব্যবহার করে আপনার শরীরের ব্যথা খুব দ্রুত সময়ের মধ্যে কমাতে পারবেন।
এজন্য এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আপনি আজকে
থেকে যখনই মাথাব্যথা হোক না কেন সাথে সাথেই সমস্যার সমাধান করতে পারবেন।
Lozrin Tablet ও লজরিন ট্যাবলেট ওষুধটি বিভিন্ন ধরনের ব্যথা খুব দ্রুত সময়ের
মধ্যে কমাতে সাহায্য করে। যেমনঃ মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা এবং
শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা কে খুব দ্রুত সময়ের মধ্যে কমাতে
সাহায্য করে। এজন্য অধিকাংশ সময় ব্যথার জন্য ডাক্তারের কাছে চিকিৎসার জন্য
গেলে এই Lozrin Tablet ও লজরিন ব্যথার ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
তবে আপনি যে ওষুধ খান না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সতর্কতা
অবলম্বন করে খাওয়ার চেষ্টা করবেন।
Namitol Tablet | নামিটল ট্যাবলেট
Namitol Tablet ও নামিটল ট্যাবলেট এই ঔষধ টিও উপরের ঔষধ গুলোর মত ব্যাথার
কাজে ব্যবহার করা হয়ে থাকে। কেননা আজকে আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই আপনাদেরকে
প্রতিটি ঔষধের সঠিক তথ্য বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করছি। কেননা আমাদের
দেশে তাই সকলের বলতে বিশেষ করে মেয়েদের বেশি মাথা ব্যথা সমস্যা হয়ে থাকে।
তবে মাথা ব্যথা হওয়ার পিছনে বিশেষ একটি কারণ থাকে, সেটি হচ্ছে অতিরিক্ত
টেনশন করা এর ফলে মাথায় চাপ পড়ার কারণে মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। এর
ফলে আপনার অতিরিক্ত মাথা ব্যথা হয়ে থাকে। তাই সবসময় মাথায় কোন ধরনের চাপ
অর্থাৎ টেনশন কম করলে আপনি মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তবে ডাক্তারের
পরামর্শ অনুযায়ী Namitol Tablet ও নামিটল ট্যাবলেট যেটি ACI Limited বা
Beximco Pharma কোম্পানি ওষুধটি খেতে পারেন। কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ
অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন।
Minopha Tablet | মিনোফা ট্যাবলেট
Minopha Tablet | মিনোফা ট্যাবলেট এই ওষুধটি মাথাব্যথা কমাতে অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই অধিকাংশ সময় ডাক্তারি এই ওষুধটি
খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। আপনি যদি মাথাব্যথা সহ দাঁত ব্যথা এবং
হাড়ে ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন। তাহলে অবশ্যই এই ওষুধটি
আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। তবে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই
আগে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ডক্টর খাওয়ার অনুমতি দেই। তাহলে
আপনি আপনার আশপাশের যেকোনো ফার্মেসী থেকে ওষুধটি ক্রয় করতে পারেন।
কিন্তু অবশ্যই ওষুধ খাওয়ার নিয়ম এবং সতর্কতা অবলম্বন করে চলবেন।
Mega Tol Tablet | মেগা টল ট্যাবলেট
Mega Tol Tablet ও মেগা টল ট্যাবলেট তাই আপনারা অনেকেই চিনে থাকবেন।
কেননা এই ওষুধটি হচ্ছে ব্যথা ও জ্বর কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। এই ওষুধটি ডাক্তারের অধিকাংশ সময় খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
তবে এই Mega Tol Tablet ও মেগা টল ট্যাবলেট ঔষধ খাবার কিছু নিয়ম আছে
যেমনঃ প্রতি ৬ থেকে ৮ ঘন্টা পর পর একটি ট্যাবলেট খেতে হবে। কিন্তু
তিন থেকে চার দিনের বেশি এই ওষুধটি খাওয়া যাবেনা। এজন্য অবশ্যই এই
ওষুধটি খাওয়ার আগে সকল ধরনের সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে
ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন।
Elipran-40 Table | এলিপ্রাণ-৪০ ট্যাবলেট
Elipran-40 Table ও এলিপ্রাণ-৪০ ট্যাবলেট ওষুধটি উপরে থেকে একটু
আলাদাভাবে কাজ করে থাকে। Elipran-40 Table ওষুধটি সাধারণত মাইগ্রেনের
ব্যথা, মাথার একপাশে ব্যথা করা এবং দৃষ্টিশক্তি ঝাপসা দেখা ইত্যাদি কাজে
এই ওষুধটি ডাক্তারে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তবে এই ওষুধটির কিছু
কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আবার নাও হতে পারে কিন্তু
এই ওষুধটি ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
কিন্তু আপনি যেই ওষুধ খান না কেন অবশ্যই সেই ওষুধ খাওয়ার আগে ডাক্তারের
পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন।
Noreum-10 Tablet | নরিয়াম-১০ ট্যাবলেট
Noreum-10 Tablet ও নরিয়াম-১০ ট্যাবলেট ওষুধটিকে আপনারা অনেকেই চিনে
থাকবেন। কেননা এই ওষুধটি মাইগ্রেনের সমস্যা, শরীর দুর্বলতা ও ঝিমঝিম করা,
ঘুমের সমস্যা এবং বিভিন্ন ধরনের টেনশন থেকে দূরে রাখতে এই ওষুধটি
ডাক্তারি খাবার পরামর্শ দিয়ে থাকে। Noreum-10 Tablet Nuvista Pharma Ltd
কোম্পানি থেকে তৈরি করেছে। অবশ্যই আপনার যদি এসব কোন ধরনের সমস্যা হয়ে
থাকে তাহলে সেই ওষুধের নামের সাথে কোম্পানির নাম যাচাই করে ক্রয় করবেন।
কেননা বাজারে এমন অনেক নকল ওষুধ আছে যেগুলো বাজারজাত করে বিক্রি করে
থাকে। এই Noreum-10 Tablet ওষুধটি প্রায় এক থেকে দুই সপ্তাহ ব্যবহারের
পর আপনি আপনার ফলাফল পেতে পারেন। কিন্তু অবশ্যই এই ওষুধটির সতর্কতা ও
পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করে খাওয়ার চেষ্টা করবেন।
Fexofida Table | ফেক্সোফিডা ট্যাবলেট
Fexofida Table ঔষুধ সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
কেননা এই ওষুধটি ব্যবহার করে আপনি আপনার শরীরের বিভিন্ন ধরনের
ব্যথা যেমনঃ মাথা ভার লাগা, প্রকৃতিক এলার্জি এবং নাক কান গলা
এলার্জি ইত্যাদি সহ আরো বিভিন্ন সমস্যার কারণে ডাক্তারে ফেক্সোফিডা
ট্যাবলেট ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এই ফেক্সোফিডা
ট্যাবলেট ওষুধটি খুব দ্রুত সময়ের মধ্যে শরীরে প্রভাব ফেলে থাকে।
Fexofida Table প্রতি ট্যাবলেটের দাম ১০ থেকে ১৫ টাকা হয়ে থাকে। এই
ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কারো কারো মাথা ব্যথা বমি হতে পারে।
এজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার চেষ্টা করবেন।
Anelig Tablet | অ্যানিলিগ ট্যাবলেট
Anelig Tablet | অ্যানিলিগ ট্যাবলেট প্রতিদিন দিনে দুই থেকে তিনবার একটি
করে ট্যাবলেট খেতে হবে। Anelig Tablet ঔষধ ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে তার
কাজ সকল ধরনের সমস্যা দূর করে থাকে। আর এই জন্যই ডাক্তার ব্যথার কোন
সমস্যা যেমন মাথা ব্যথা কপাল ব্যথা জ্বরের ব্যথা এবং মাসিক পেটে ব্যথা
কাজে এই ওষুধটি ডাক্তার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এই ওষুধটি তৈরি
করেছে drug international ltd কোম্পানি। কিন্তু আপনারা যেই ওষুধই
খান না কেন অবশ্যই সেই রোগের উপর নির্ধারণ করে ডাক্তারের পরামর্শ
অনুযায়ী ঔষধ খাবেন। কেননা আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন
না করেন তাহলে এর বিপরীত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
সতর্কতা
সতর্কতা প্রতিটি ওষুধের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে
থাকে। কেননা প্রতিটি মানুষেরই শক্তি ক্ষমতা রোগ প্রতিরোধ করার ক্ষমতা
এক হয় না। তাই কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যার
ফলে মাথা ব্যথা বমি বমি ভাব এবং জ্বর ইত্যাদি আরও বিভিন্ন সমস্যা দেখা
দেয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তবে অনেকেই ওষুধ খাওয়ার পরে কোন
ধরনের সমস্যা হয় না। এজন্য আমরা সবসময় বলে থাকি আপনি নিজেই ওষুধই খান
না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার চেষ্টা করবেন। তাহলে
আপনি সকল সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।
মন্তব্যঃ মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম | ঘন ঘন মাথা ব্যথার কারণ কি
মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম ও ঘন ঘন মাথা ব্যথার কারণ কি সে
সম্পর্কে আশা করি এই পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কেননা আজকে আমরা এই
পোস্টটিতে আলোচনা করেছি মাথা ব্যাথা কমানোর ১০টি ওষুধের নাম
সম্পর্কে এবং সেই ওষুধ কোন কোন কাজে ব্যবহার করা হয় সকল কিছু আপনাদেরকে
জানিয়েছি। কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনি যে
ওষুধটি খান না কেন সেটি অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার
চেষ্টা করবেন। কেননা আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খান। তাহলে
আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই পোস্টটি থেকে যদি আপনি উপকৃত
হয়ে থাকেন তাহলে আপনার প্রিয়জন আত্মীয়-স্বজন সকলকে শেয়ার করে জানানোর
চেষ্টা করবেন। আর আমাদের কাছ থেকে কোন ধরনের প্রশ্ন জানা থাকলে নিচে
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন।
শফ্টব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url